Bd singer tausif biography of william shakespeare



Dimiter marinov biography of nancy

তৌসিফ

তৌসিফ

জন্মনামতৌসিফ আহমেদ
জন্মসিপাইপাড়া, দিনাজপুর, রাজশাহী, বাংলাদেশ
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনফিল্ম স্কোর, টেকনো, ফিউশন, ফক, পপ, রক ইত্যাদি
পেশা
বাদ্যযন্ত্র
কার্যকাল২০০৭–বর্তমান[৩]
লেবেল

তৌসিফ আহমেদ (তৌসিফ নামেই অধিক পরিচিত) একজন বাংলাদেশী সুরকার, গীতিকার ও সঙ্গীতশিল্পী।[১][৪] তিনি অসংখ্য মিশ্র অ্যালবামে সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন।[৫]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

তৌসিফের জন্ম রাজশাহী দিনাজপুরের সিপাইপাড়ায়।[২]

শিক্ষাজীবন

[সম্পাদনা]

তৌসিফ একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে থেকে মেডিকেল সায়েন্সে শিক্ষাগ্রহণ করেছেন।[১]

সঙ্গীত জীবন

[সম্পাদনা]

ছোটবেলা থেকেই বাবার হাতেই তার সংগীতের হাতেখড়ি। পরবর্তী সময়ে গান, গিটারে সুর বাঁধা, কি-বোর্ড এবং সফটওয়্যারের কাজ শিখেছেন তারই এক বড় ভাইয়ের কাছে। তিনি প্রথম কনসার্টে গান করেন ২০০৬ সালে চীন মেত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত একটি কনসার্টে এবং তখন থেকেই তিনি পরিচিতি লাভ করেন। তার প্রথম একক অ্যালবাম অভিপ্রায়[৬] একক অ্যালবামে এর পাশাপাশী তিনি বেশ কিছু মিক্স অ্যালবামেও কাজ করেছেন।[৬]

তৌসিফের কম্পোজিশনে গান গেয়েছে লিজা, কনা ,কনিকা, অলিক, মুক্তা, ইলিয়াস ও ফারাবী।[৭] তৌসিফের কম্পোজিশনকৃত এসব গানগুলো শ্রোতামহলে বেশ সমাদৃত। কণ্ঠশিল্পী লিজা তৌসিফের কম্পোজিশনে এ মনের আঙ্গিনায়/তোরই তো ঠিকানা গানটি গেয়ে ব্যাপক পরিচিতি লাভ করে। এছাড়া একক অ্যালবামে নিজের গাওয়া বৃষ্টি ঝরে যায়/দুচোখে গোপনে, দুরে কোথাও আছি বসে, এক পলকেআমার জান পাখি ময়না বেশ শ্রেতাপ্রিয় গান। এ ছাড়া এই তো ভালোবাসা চলচ্চিত্রের শিরোনাম সঙ্গীত ‘‘এই তো ভালোবাসা’’ এর কম্পোজিশন করেছেন, গানটি পর্দায় অভিনয় করেন ইমন নীরব এবং ছিদ্দিক।[৮]

ডিস্কোগ্রাফি

[সম্পাদনা]

তৌসিফ এর অকিকাংশ অ্যালবামের নাম রাখেন 'অ' দিয়ে।[৯] এ পর্যন্ত তৌসিফ এর প্রকাশিত অ্যালবামগুলো হলোঃ[১০]

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃ সংযোগ

[সম্পাদনা]